প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে আলোর পথযাত্রী নামের সংগঠনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গতকাল রোববার বিকেলে ধনবাড়ী কলেজ মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মিরাজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর জহুরুল হক বকল হেলাল, মো. আসাদ্দুজামান সোয়েব, রুবেল আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।