প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন নগর মহিলা দলের যুগ্মসম্পাদক লাইলা বানু লিজা। বুধবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ সদর হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহিলা দলের নেত্রী লিজা গোপনে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল সন্ধ্যায় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে।
এদিকে ২০০ পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী (২২) নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়। গতকাল বিকেলে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।