প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে স্বামী ও সতিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসাইন এ রায় দেন। একই সঙ্গে আদালত দুই আসামির পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
আদালত সূত্র জানায়, দিনাজপুরের কোতোয়ালী থানার রামনগর গ্রামের হারুনুর রশিদের সঙ্গে প্রায় ১০ বছর আগে নগরীর শিরোইল এলাকার সাজেদা বেগমের বিয়ে হয়। বিয়ের পরে হারুন ও সাজেদা রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে ভাড়া থাকতেন। এরই মধ্যে তাদের ঘরে দুটি সন্তান আসে। তবে হারুন মনোয়ারা খাতুন নামের আরো এক নারীকে পরে বিয়ে করেন। তাকেও সিলিন্দা এলাকার আতাউল হকের ভাড়া বাড়িতে নিয়ে আসেন। এরপর সাজেদা ও মনোয়ারাকে নিয়ে হারুন ওই বাড়িতেই বসবাস করতেন।
এরই মধ্যে ২০১১ সালের ২২ জুন কোনো এক সময় হারুন এবং তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম মিলে সাজেদা খাতুনকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ফেলে রেখে চলে যায়। এরপর ওই বছরের ৩০ জুন ওই ভাড়া বাড়িতে গিয়ে সাজেদার মা রাখি বেগম তালাবদ্ধ ঘরের মধ্যে মেয়ের গলে যাওয়া লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে সাজেদার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ওইদিনই রাখি বেগম জামাই হারুনুর রশিদ ও তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারাকে আসামি করে রাজপাড়া হত্যা মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় ২০১২ সালে ৩০ জুন তদন্তদকারী কর্মকর্তা সিরাজুম মনির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক দুই আসামিকে যাজ্জীবন কারাদণ্ডের রায় দেন।