নেত্রকোনায় ভয়াভহ আগুনে পুড়ে গেছে ৪০ দোকান, ২ কোটি টাকার ক্ষতি

মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে আজ শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

40 shops burnt in netrakonaপুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে বাজারের নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর তুলার দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

দ্রুত আজিজুলের টিনের দোকান,  শহিদুলের যন্ত্রাংশের দোকান, বিল্লালের বীজ ও কীটনাশকের দোকান, মির্জা সুয়েবের মাছের আড়ত, আবু বকরের ডেকোরেটরের দোকান, লুটন ভৌমিকের ওষুধের দোকানসহ আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ৪০টি দোকান মালামালসহ পুড়ে যায়।

এসময় স্থানীয় লোকজন পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মোহনগঞ্জ উপজেলা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.