হাকিম বাবুল, শেরপুর: ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’-এ শ্লোগানে মঙ্গলবার শেরপুরে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের এ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ মেলার আয়োজন করে।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বেলা সাড়ে ১১ টায় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে দিনব্যাপী কিশোর-কিশোরী মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
পরে মেলামঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সিনিয়র এরিয়া ম্যানেজার মো. হেদায়েত উল্লাহ, কিশোরী ক্লাবের সদস্য সাদিয়া, লিলিসহ অন্যরা বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথিরা ‘কথা দিলাম’ ব্যানারে স্বাক্ষর করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী কিশোর-কিশোরী মেলায় আদিবাসী ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং নাটক মঞ্চায়ন করা হয়।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, মেলায় জেলার ১২৬ টি কিশোর-কিশোরী ক্লাবের প্রায় সহস্ত্রাধিক সদস্য অংশগ্রহণ করেন।