হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে পুলিশ সুপার আন্ত:থানা অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা রবিবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে। জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে পুলিশ সুপার মেহেদুল করিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার মজিবর রহমান, ডিএসএ সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, ডিএফএ সম্পাদক মানিক দত্ত প্রমুখ। উদ্বোধনী খেলায় ঝিনাইগাতী থানা দল ৪৮-৩২ পয়েন্টে নালিতাবাড়ী থানা দলকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় ৫ টি থানা দল অংশগ্রহণ করছে।