প্রতিনিধি, খুলনা: ‘বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচাতে হলে বাঘ রক্ষা করতে হবে। সেই সঙ্গে যারা বাঘ হত্যা করে ও এর অঙ্গ-প্রত্যঙ্গ ও চামড়া পাচার করে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
খুলনার কয়রা উপজেলা আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী এ কথা বলেন। এ সময় তিনি সম্প্রতি সুন্দরবনের বাঘ হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
শনিবার সকালে কয়রা উপজেলা ইউনিট বার ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কয়রা আইনজীবী সমিতির পক্ষ থেকে রয়েল বেঙ্গল টাইগারের মুর্যাল ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা দায়রা জজ স্বপন কুমার সরদার, চীপ ম্যাজিষ্ট্রেট মনিরুল ইসলাম, সিনিয়র সহকারি জজ সাইফুল এলাহী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির হোসেন ও কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার।
কয়রা ইউনিট বারের সভাপতি এ্যাড. আবু জাফরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মোমরেজুল ইসলাম, এ্যাড. আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনা করেন, এ্যাড. মোশারেফ হোসেন।