রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে নির্বাচনী সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি-জামায়াত-শিবিরের ৭৬ জন নেতাকর্মীসহ ১২৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপারের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গত রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে জেলার ১৩টি উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১২৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৭৬ জন বিএনপি-জামায়াত ও শিবির নেতাকর্মী রয়েছে। এদের বিরুদ্ধে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল।
তাদেরকে পলাতক আসামি হিসেবে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিএনপি’র ৪০ জন, জামায়াতের ২৮ ও শিবিরের ৮ জন রয়েছে। অন্যান্য অপরাধে ৫২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী ২৬, বিরল ১১, নবাবগঞ্জ ৫, বীরগঞ্জ ৮, বিরামপুরে ১০, বোচাগঞ্জে ১, পার্বতীপুরে ৬, খানসামায় ১৪, চিরিরবন্দরে ১১, ঘোড়াঘাটে ১০, কাহারোলে ৬, ফুলবাড়ীতে ৭ ও হাকিমপুরে ১৩ জন। গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে সদর জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।