সাতক্ষীরায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ কর্মীসহ গ্রেফতার ৪১

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার আশংকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত শিবিরের ২০ কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ১ জন জামায়াত-শিবিরের ১৯ জন ও নিয়মিত মামলার ২১ জন আসামি রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে র‌্যাব পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর থানায় ১৭ জন, কলারোয়ায় ৯ জন, তালায় ২ জন, কালিগঞ্জে ৫ জন,  আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটায়  ২ জন   গ্রেফতার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.