বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে নাজিম উদ্দিন নাজু (৫০) নামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজু উপজেলার পশ্চিম বিঘা এলাকার বাসিন্দা।
রামগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোহসিন চৌধুরী জানান, ২০০৪ সালে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাজুর বিরুদ্ধে মামলা হয়। ২০০৮ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এর পর থেকেই রাজু পলাতক ছিল।
আজ সাড়ে ৭টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।