জলবায়ু পরিবর্তন নিয়ে শেরপুরে মতবিনিময় সভা

প্রতিনিধি, শেরপুর: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে বৃহস্পতিবার শেরপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি।

‘কার্বন নিঃসরণ বন্ধ কর, মানুষ রক্ষা কর’ স্লোগান নিয়ে আগামী ডিসেম্বরে প্যারিস সম্মেলনকে সামনে রেখে ‘ক্লাইমেট মার্চ ফর অ্যাকশন’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

journalist orienation on climate change in Sherpurসভায় প্যারিস সামিটে বাংলাদেশের পক্ষে অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছে ঋণের পরিবর্তে অনুদানের জোরালো দাবি তুলে ধরার আহ্বান জানানো হয়।

ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মুলপ্রবন্ধ পাঠ করেন দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী দিলীপ চিরান। এতে প্রধান অতিথি প্রেসক্লাব সেক্রেটারি সাবিহা জামান শাপলা, বিভাগীয় অর্থনৈতিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. তাহমিদুর রহমান, শিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক সুজিত বানোয়ারি, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, আব্দুর রফিক মজিদ, আবুল হাশিম, হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তারা জানান, প্যারিস সামিট সামনে রেখে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে জনমত সংগঠনে ওয়ার্ল্ড ভিশন ২৫ নবেম্বর থেকে ২৯ নবেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রচারাভিযান কার্যক্রম পরিচালনা করছে। এসময় স্থানীয়ভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনা গড়ে তুলতে শেরপুর পৌর এলাকা ও আশপাশের চারটি ইউনিয়নে সচেতনমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.