মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): অপহরণের তিন মাস পর সিলেট থেকে কমলনগরের শিশু মাসুমকে (৫) উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে উদ্ধার করে আনে পুলিশ। তবে তার অপহরণকারীকে ধরতে পারেনি পুলিশ।
গত ৬ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে কমলনগর উপজেলার চর জগবন্ধু এলাকা থেকে শিশুটির ভগ্নিপতি হৃদয় তাকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
মাসুম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের মো. মোস্তফার ছেলে। অপহরণকারী ভগ্নিপতি পরিচয় গোপন রেখে বিয়ে মাসুমের বোনকে বিয়ে করে বলে জানা গেছে।
মোস্তফা জানান, তিন মাস আগে তার শিশুপুত্র মাসুমকে জামাই হৃদয় বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
হাজিরহাট তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান বলেন, মাসুমকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। তবে অহরণকারী হৃদয়কে ধরা সম্ভব হয়নি।