মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে রুহুল আমিন রাহুল (২৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনেরা।
একই এলাকার রাজু নামের এক প্রবাসীর স্ত্রী চামেলী আক্তার মুনা (২৩) ও তার লোকজন এ হত্যার সাথে জড়িত বলে দাবি করেছেন তারা।
রাহুল ওই গ্রামের ওশন গাজি মিজি বাড়ির আবু ছায়েদের ছেলে।
রাহুলের বড় ভাই মো. মিন্টু আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে রাহুলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন ।
বুধবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে চামেলীর শয়ন কক্ষ থেকে রাহুলের ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ।
রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় শনিবার (৫ ডিসেম্বর) রাতে রাহুলের পরিবার থানায় একটি হত্যা মামলার এজাহার দাখিল করেছে।
লিখিত বক্তব্যে রাহুলের ভাই মিন্টু দাবি করেন, রাহুল ও চামেলীর মাঝে ভাই-বোনের সম্পর্ক মতো ছিল। সে সুবাদে রাহুল ওই বাড়িতে যাতায়াত করতো। রহস্যজনক কারণে চামেলী ও তার লোকজন রাহুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। ঘটনার পর পরই পালিয়ে যায় চামেলী।
এ ব্যাপারে চেষ্টা করেও আত্মগোপনে থাকা চামেলীর বক্তব্য জানা যায়নি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে চামেলীসহ অজ্ঞাত ৩/৪ জনের নামে রাহুলের ভাই মিন্টু বাদী মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত চলছে।
শীঘ্রই এ মৃত্যুর রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানান ওসি।