প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম জসিম (৫৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি. . . . রাজিউন)।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এই রাজনীতিবিদ ও শিল্পপতি।
জসিম স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শুক্রবার বিকেল ৪টায় রামগতি উপজেলার চরমেহার আজিজিয়া উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমবায় বিষয়ক সহ-সম্পাদক সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব ও রামগতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ অনেকে শোক প্রকাশ করেছেন।