প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হাজি গিয়াস উদ্দিনকে সভাপতি এবং ইমানুজ্জামান বাসারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় পার্টির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান জানান, শুক্রবার উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মতামতের ভিত্তিতে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক হাজি গিয়াস উদ্দিনকে সভাপতি এবং যুব সংহতি নেতা ইমানুজ্জামান বাসারকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।