জামালুল হক স্মৃতি পদক পেলেন পিরোজপুরের ৩ সাংবাদিক

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): সাংবাদিকতায় অবদানের জন্য পিরোজপুরের তিন তরুণ সাংবাদিক জামালুল হক মনু স্মৃতি সাংবাদিকতা পদক পেয়েছেন।

ইত্তেফাকের কাউখালী সংবাদদাতা রবিউল হাসান রবিন, প্রথম আলোর মঠবাড়িয়া প্রতিনিধি একে এম ফয়সাল প্রিন্স ও ডেইলি স্টারের পিরোজপুর প্রতিনিধি হাবিবুর রহমানকে এক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।

pirojpur journalists awarded
অতিথিদের সঙ্গে পদকপ্রাপ্তরা।

সাপ্তাহিক উপকূল সমাচারের প্রকাশক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামালুল হক মনুর একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুর প্রেস ক্লাব বৃহস্পতিবার সন্ধ্যায় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে।

প্রেস ক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও ইউএনবির জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট এম এ মান্নান।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, মুক্তিযোদ্ধা সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, ডেপুটি কমান্ডার হারুণ অর রশীদ, সালেহ উদ্দিন সেলিম, আফম রেজাউল করিম, মাইনুল আহসান মুন্না, রিয়াজুল হক রেজা, জেলা প্রেস ক্লাবের সম্পাদক কে এম মনিরুল আলম সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি খালিদ আবু।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিকদের জামালুল হক মনু স্মৃতি সাংবাদিকতা পদক ২০১৫ ও ক্রেস্ট তুলে দেন।

শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা জামালুল হক মনুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.