শেরপুরের শ্রীবরদীতে বার্ষিক শিশু সমাবেশ

প্রতিনিধি, শেরপুর: শিশু অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীবরদীতে বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে তাতিহাটিতে বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল শিশুদের মঙ্গলে আমরা সকলে।

annual children assemblyসমাবেশে সভাপতিত্ব করেন শ্রীবরদী এডিপির ব্যবস্থাপক অরবিন্দ এস গমেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড ডাইরেক্টর সাগর মারান্ডি, শেরপুর সিনিয়র এডিপি ব্যবস্থাপক সজল বৈদ্য, শ্রীবরদী থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এস আই পি সি সভাপতি মমতাজ উদ্দিন, শিশু ফোরাম সভাপতি বিপুল, মোহনা টিভির শেরপুর প্রতিনিধি রেজাউল করিম বকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, রানিশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আতিয়া বানু, এসআই আনোয়ার হোসেন,  ভায়াডাঙ্গা সুইড প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান শেখসহ অন্যরা।

World Vision, ADP, Sherpur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.