রবিউল হাসান রবিন: কাউখালী (পিরোজপুর): ‘নারী অধিকার মানবাধিকার,স মতার জন্য চাই সমান সুযোগ’ স্লোগান নিয়ে পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের ষষ্ঠ সম্মেলন শেষ হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এই সম্মেলনে নারী নেতাদের মতামতের ভিত্তিতে সুনন্দা সমদ্দার এবং শাহিদা হক উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সহ-সভাপতি ডা.ফওজিয়া মোসলেম। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নারী নেতা অংশ নেন।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সংগঠনকে সুসংহত করি, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করি বক্তব্য সামনে রেখে শোভাযাত্রটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভার শুরুতেই নারী জাগরণ নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম সুফিয় কামাল স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা শাখার সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সহ-সভাপতি ডা.ফৌজিয়া মোসলেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক নুরুলওয়ারা বেগম, ঝালকাঠি সদরের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ অন্যরা।