রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে মন্দিরে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জেএমবির সদস্য শরিফুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন।
গতকাল রোববার বেলা ১১টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের খাস কামরায় কাহারোল উপজেলার জয়নন্দ ইসকন মন্দিরে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক রেদোয়ানুর রশিদ জানান, প্রায় দেড় ঘন্টাব্যাপী দেয়া জবানবন্দিতে শরিফুল নিজেকে জেএমবির সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি দেশের বিভিন্নস্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করতে তার নেতৃত্বে একটি টিম কাজ করছেও বলে জানান শরিফুল।
শরিফুল তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে ও দুঃখ প্রকাশ করে ভুল বুঝতে পেরে নিজেই দোষ স্বীকার করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন। তিনি তার পরিচয়ও প্রকাশ করেন জবানবন্দিতে। তাদের বিভিন্ন নাশকতার পরিকল্পনার কথাও উঠে এসেছে জবানবন্দিতে।
শরিফুল ইসলাম ও তার সহযোগীরা গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণ করে।এতে দুজন জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
মন্দিরের পুরোহিত গোবর্ধন দাস বাদী হয়ে কাহারোল থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেএমবি সদস্য শরিফুল ও মোসাব্বেরুল আলম খন্দকার গ্রেফতার করে ডিবি পুলিশ হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।