বড়দিন ঘিরে শেরপুরে আনন্দ উৎসব

রেজাউল করিম বকুল, শেরপুর: উৎসবের মধ্য দিয়ে বড়দিন পালন করছেন শেরপুরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

জেলা সদরের চর শ্রীপুর, পৌর এলাকার কসবা গারোপল্লী, সীমান্তের ঝিনাইগাতীর মরিয়মনগর আদিবাসী  ধর্মপল্লী, নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর ধর্মপল্লী ও শ্রীবরদীর বাবেলাকোনা আদিবাসী ধর্মপল্লীসহ জেলার ২৯টি গীর্জায় প্রায় বিশ হাজার ভক্ত বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেন।

xmas in sherpur
বড়দিনের উৎসবে  সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের মধ্যে ছিল কেককাটা, আরাধনা, খ্রিস্টমাস গাছ সাজানো, প্রীতিভোজ, শুভেচ্ছা বিনিময় ইত্যাদি।

এলাকার বিভিন্ন বাড়ি সাজিয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন গির্জার পাশে চলে শিশুদের এবং আদিবাসী পণ্যের মেলা। শ্রীবরদী ট্রাইবাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল এম সাংমা বলেন, এ দিনে আমরা অতীতের সব ভুলের ক্ষমা চেয়ে আগামী দিনগুলো শুভকামনা করে প্রার্থনা করি। যেন সবার জীবনের মঙ্গল বয়ে আনে। দেশ জাতি যেন আরো সমৃদ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.