রতন সিং, দিনাজপুর: ১৪ লাখ টাকার জালনোটসহ দিনাজপুরে তিনজনকে আটক করেছে র্যাব। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
দিনাজপুর র্যাব ক্যাম্প ১৩ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টায় পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী গ্রামে অভিযান চালিয়ে এক হাজার টাকার এক হাজার ৪০০টি জাল নোটসহ মিনহাসুল ইসলাম (৩৮), সুমন চৌধুরী (২৪) ও জাহিদুল ইসলাম (৩০) নামের তিনজনকে আটক করে র্যাব সদস্যরা। তাদের কাছ থেকে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টার, সিডি ও কালিসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। সূত্রটি জানায়, বেশ কিছু দিন থেকে চক্রটি জালনোট প্রস্তুত করে দিনাজপুর ও রংপুর অঞ্চলের হাটবাজারে কৌশলে ছড়িয়ে দিয়েছে।
পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, মঙ্গলবার বেলা ১১টায় রংপুর র্যাব ক্যাম্পের ডিএডি পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার সাহা বাদী হয়ে পার্বতীপুর থানায় জালনোট ব্যবসায়ী তিনজনসহ অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কিবরিয়া হোসেন মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে আটক তিনজনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।