রায়পুরে শিক্ষকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ৩

মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রায়পুরে এক শিক্ষকের বসতভিটায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

শহরের পানবাজার এলাকার আহছান উল্যার নেতৃত্বে শতাধিক লোক এ হামলা চালায় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শিক্ষক ভূঁইয়া কামাল রায়হান।

আজ শুক্রবার সকালে পৌর শহরের নতুনবাজারের পানবাজার এলাকায় সংঘটিত এ হামলায় নারীসহ তিন জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভূঁইয়া কামাল রায়হান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে ৩০ শতাংশ জমি নিয়ে একই এলাকার আহছান উল্যা ও তাজল ইসলামদের সাথে তার বিরোধ ও মামলা চলে আসছে। ওই জমিতে প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলাও রয়েছে। কাগজেপত্রে ও মামলায় জিততে না পেরে ঘটনার সময়ে আহছান উল্যা, তাজল ইসলাম ও কালুর নেতৃত্বে শতাধিক লোক ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তার বসতভিটায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও তাদের মারধর করে।

Raipur school teacher house rampaged
হামলায় ক্ষতিগ্রস্ত বসতঘরের একাংশ।

ভাঙচুর ও লুটপাটে তার ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন কামাল রায়হান।  হামলায় তিনিসহ তার স্ত্রী ফারজানা আক্তার ও ছেলে তাছিম আহত হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর পরই তারা এলাকা ত্যাগ করে। আহছান উল্যার ছোট ভাই ছানা উল্যা বলেন, আমার ভাই-ভাতিজারা তাদের খরিদ করা সম্পত্তির দখল নিতে গিয়েছে। তারা শিক্ষকের সম্পত্তি ভাঙচুর বা লুটপাট চালায়নি বলে তিনি দাবি করেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.