প্রতিনিধি, খুলনা: খুলনা জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়েরের প্রতিবাদে খুলনায় ছাত্রদলের নির্ধারিত বিক্ষোভ মিছিলের আগে গ্রেফতার হন তিনি ।
পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হতে পারেনি। তবে খুলনা মহানগর যুবদল দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার দুপুরে নগরীর কেসিসি মার্কেট এলাকা থেকে সদর থানা পুলিশ কামরানকে গ্রেফতার করে। এ সময়ে কামরানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে আসার চেষ্টা করছিল।
কামরানকে গ্রেফতারের ঘটনায় বিএনপি কার্যালয়ে ও তার আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে অবস্থান নেয়। এ সময়ে পুলিশ ছাত্রদলের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বাধা দেয় বলে নেতৃবৃন্দ জানান। গ্রেফতার আতঙ্কে অনেকেই সেখান থেকে সরে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ছাত্রদল সভাপতি কামরান হাসানের বিরুদ্ধে নাশকতার চারটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
এদিকে বেগমা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাকে ষড়যন্ত্রমূলক অভিহিত করে খুলনা মহানগর যুবদলের এক প্রতিবাদ সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহাগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিন। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শের আলম সান্টু, যুবদল নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ অন্যরা বক্তৃতা করেন।