নাচোলে শান্তিপূর্ণ নির্বাচন, ২টিতে জামায়াত সমর্থিত ও ১টিতে আ’লীগ প্রার্থীর জয়

অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শনিবার ৩ ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো. ইসরাইল ৫ হাজার ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাদির আহম্মেদ ভুলু পেয়েছেন ৪ হাজার ৪৯৫ ভোট।

নাচোল সদর ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ইনায়েতুল্লাহ ৭ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস ছালাম পেয়েছেন ৭ হাজার ৪৮৪ ভোট। নেজামপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত সতন্ত্র প্রার্থী আমিনুুল হক মোটর সাইকেল প্রতীক নিয়ে ৬ হাজার ১৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আব্দুল আওয়াল পেয়েছেন ৩ হাজার ৯৮৪ ভোট।

উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন জানান, কোন প্রকার অপ্রিতিকর ঘটনা  ছাড়াই উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে  শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.