আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও নামি কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম বিক্রির অভিযোগে ধনবাড়ীর তিনটি আইসক্রিম কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারখানাগুলোকে জরিমানাও করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলপনা রানী বর্ধন জানান, সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি ধনবাড়ী উপজেলা সদরের রিফাত আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা, বাবুল আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা এবং নাহার আইসক্রিম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনটি কারাখানাই সীলগালা করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ সাজা প্রদান করা হয়েছে।