নানা আয়োজনে পালিত হলো খুলনা দিবস

প্রতিনিধি, খুলনা: নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার খুলনা জেলার ১৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। খুলনা দিবস উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে মজিদ সরণি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিববাড়ী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। বক্তৃতা করেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, বিভাগীয়  কমিশনার মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, সাবেক সংসদ সদস্য এম নূরুল ইসলাম দাদু ভাই, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সরদার মাহাবুবুর রহমানসহ অন্যরা।

খুলনা দিবসের র‍্যালি।
খুলনা দিবসের র‍্যালি।

দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে শিববাড়ী চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জানান, ১৮৪২ সালে নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয়। খুলনা মহকুমা প্রতিষ্ঠার ৪০ বছর পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা নিয়ে গঠিত এ জেলার আয়তন ছিল ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা,  জনসংখ্যা ছিল ৪৩ হাজার ৫০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.