আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নেতা নিহত ও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ বাবু (৩৫) কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আহতরা হলেন- কাঁকশিয়ালী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সামছুর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান ফিজুর (৩৫), নলতা ইউনিয়নের ব্রজপাটুলী গ্রামের আব্দুল আলী গাজীর পুত্র আব্দুর রহিম (৩৫), সাদপুর গ্রামের মৃত কোরবান আলীর পুত্র আব্দুর রউফ (৪৫)। আহতদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ টার্মিনালে অবস্থান নেয়। গাড়ি শূন্য টার্মিনালে তখন থমথমে অবস্থা বিরাজ করছিল। খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন এবং কালিগঞ্জের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন এবং ওসি মতিয়ার রহমান টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ এই রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান করছিলেন।
স্থানীয় সাধারণ শ্রমিকরা জানান, কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ এর দখলে নেয়। সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে রাজু আহমেদ ঘটনাস্থলে নিহত হন। আহত দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।