রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পানচাষি সমিতির কাউখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় পানচাষি সমিতির সদস্য নিমাই মন্ডল সম্মেলনের উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ চত্বর হতে কৃষক বাঁচাও, পানচাষি বাঁচাও শ্লোগানকে সামনে রেখে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে কাউখালী উপজেলা পানচাষি সমিতির সভাপতি সূর্যকান্ত বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড কৃষ্ণ লাল গুহ, ঝালকাঠী পানচাষি সামতির প্রশান্ত দে হরি, ইউনাইডেট কমিউনিস্ট লীগের নারায়ণ চন্দ্র মিস্ত্রী, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, পানচাষি নেতা ফারুক হোসেন,অনন্ত সিকদার প্রমূখ।
সম্মেলনে বিদেশ থেকে পান আমদানী বন্ধ, পান চাষে সকল উপকরণের দাম কমানো, কৃষি কাজে জ্বালানী তেলের দাম কমানো, পানবীমা চালু, সহজ শর্তে পান চাষে পর্যাপ্ত ব্যাংক ঋণ দেওয়াসহ ৬ দফা দাবি তুলে ধরা হয়।
শেষে সূর্য কান্ত বিশ্বাসকে সভাপতি, সমর সমাদ্দারকে সাধারণ সম্পাদক ও বিপ্লব সমাদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫সদস্য বিশিষ্ট বাংলাদেশ পানচাষি সমিতি কাউখালী উপজেলা শাখা গঠন করা হয়।