অলিউল হক ডলার, (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ: ‘গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’। এ প্রতিপাদ্যকে সামানে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জাতীয় আইন সহায়তা দিবসের” র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় আইন সহায়তা দিবসের বর্ণাঢ্য র্যালি ও পরে আদিবাসী একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছিরুদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, ও আদিবাসীনেতা যতিন হেভ্রম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লাইট হাউসের প্যারালিগ্যাল মীনা মাহাতো ও আসুস এর প্রতিনিধি জহন সরেন। এ সময় আদিবাসী শালিশী বোর্ডের নেতা নেত্রী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
গফরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): “গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, এ সরকারের অঙ্গীকার” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিযে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আইন সহায়তা কমিটির (লিগ্যাল এইড) উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, চরআলগী ইউপি চেয়ারম্যান এসএম মাইন উদ্দিন, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন প্রমুখ।