গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার রাতে উপজেলার লংগাইর ইউনিয়নের ভাটিয়াকান্দা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সুরুজ মিয়া জানায়, রবিবার রাত ৮টা থেকে ১০ মিনিটের কালবৈশাখীর তাণ্ডবে ভাটিয়াকান্দা গ্রামে প্রায় অর্ধ শতাধিক কাঁচা ঘর-বাড়ি ও অসংখ্য গাছ-পালা বিধ্বস্ত হয়েছে। অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে।নবোরো ফসল, সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হতদরিদ্র পরিবারগুলো। তাদের কাঁচা বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হয় তাদের।