আত্রাই ও রাণীনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

একএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর আত্রাই উপজেলা শাখার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি যথাযথভাবে পালন করা হয় ।

এদিন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সকাল ১১-৩০মিনিটে উপজেলা  চত্বর  থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই উপজেলা মডেল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে সাহেবগঞ্জ বাজারে পথসভা অনুষ্ঠিত হয় ।

পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আত্রাই উপজেলা শাখার সভাপতি রওশন আরা পারভীন শিলা। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা) আত্রাই শাখার আহ্বায়ক, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল আত্রাই শাকার সদস্য সচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি, মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) স্থায়ী কমিটির সদস্য একেএম কামাল উদ্দিন টগর, বিএমএসএফ আত্রাই শাখার সহ-সভাপতি খন্দকার আব্দুল মালেক, সাধারণ সম্পাদক তাপস কুমার, সাংবাদিক তানজিম আহম্মেদ সুমন, মোঃ আতিকুর রহমান রিপন, কাজী রহমান, মোঃ আব্দুল জব্বার, সাংবাদিক মোঃ আব্দুল ্গোফ্ফার, মোঃ আবু হেনা প্রমূখ।

রাণীনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Raninagar Rally Pic.
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর রাণীনগর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাণীনগর প্রেসক্লাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাণীনগর উপজেলা শাখার সভাপতি মোঃ ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা সমন্বয়কারী সাদেকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক অরুন বোস, সাইফুল ইসলাম, অধ্যক্ষ হারুনূর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান পিন্টু, কাজী আনিছুর রহমান, শহিদুল ইসলাম, সাইদুজ্জামান সাগর, আব্দুর রউফ রিপন  শাহ-জালাল উদ্দীন, আবুল বাসার চঞ্চল, মামনূর রশিদ, সাহাজুল ইসলাম, রহিদুল ইসলাম রাইপ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.