বিশ্ব মা দিবসে গুণী মা মনোনীত হয়েছেন দিনাজপুরের বেগম মেহেরুন নেছা

রতন সিং, দিনাজপুর: বিশ্ব মা দিবস উপলক্ষে ২০১৬ সনের গুণী মা সম্মাননার জন্য কৃতি গুণী মা হিসেবে দিনাজপুরের বেগম মেহেরুন নেছা মনোনীত হয়েছেন।

সামাজিক, সাংস্কৃতিক ও সমাজ উন্নয়নমূলক জাতীয় সংগঠন ঢাকার লাল সবুজ বাংলাদেশ প্রতি বছরের মত এবারও বিশ্ব মা দিবস উপলক্ষে গুণী মা সম্মাননা প্রদানের জন্য সারা দেশে ১০ জন মাকে কৃতি গুণী মা হিসেবে মনোনীত করেছে। ৭ মে শনিবার সাড়ে ১০টায় মানিক মিয়া এ্যাভিনিউ পাঠ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তন ঢাকায় তাদের সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করবেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লাল সবুজ বাংলাদেশ এর সভাপতি রাজা হারুন।

উল্লেখ্য দিনাজপুর শহরের দিলশাদ ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম দিল মোহাম্মদ এর সহধর্মিনী মেহেরুন নেছা ৬ পুত্র ২ কন্যার জননী। বড় পুত্র মৃত আব্দুল রউফ সিকদার, দ্বিতীয় পুত্র মোঃ রফিকুল ইসলাম সিকদার, সিঙ্গার বাংলাদেশে লিঃ এর ম্যানেজার, তৃতীয় পুত্র দিলশাদের স্বত্ত্বাধিকারী মাজেদুর রহমান দুলাল, চতুর্থ পুত্র হেলাল উদ্দিন সিকদার, মানি একচেঞ্জ ও অটো মোবাইল ঢাকার স্বত্ত্বাধিকারী, পঞ্চম পুত্র ব্যবসায়ী, সাপ্তাহিক উত্তর কন্ঠ’র নির্বাহী সম্পাদক এবং সুজন জেলা কমিটির সভাপতি বেলাল উদ্দিন সিদকার রুবেল। ষষ্ঠ পুত্র আলাউদ্দিন সিকদার বিদেশে কর্মরত। ২ কন্যা দিলারা আলম ও দিলরুবা সিকদার স্বামী গৃহে ঢাকায় প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত সন্তানের জননী মেহেরুন নেছাকে গর্বিত মা হওয়ার কারণে সম্মানীত জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কৃতি গুণী মা হিসেবে মনোনীত করেছে। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.