আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি জলাশয় দখলকে কেন্দ্র করে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু ও আনোয়ার হোসেন খাঁন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে জেলার রামগতিতে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় মোতালেব হোসেন, বাবলুসহ আহতদেরকে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে যুবলীগ কর্মী বাবলু ও মোতালেব হোসেনসহ ৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, দীর্ঘদিন ধরে রামগতি বাজারের কসাই এলাকার রেড ক্রিসেন্ট এর পাশে সরকারি ৭০ শতাংশের একটি জলাশয় দখল নিয়ে রামগতি বড়খেরী যুবলীগের যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দিন বাবলু ও আনোয়ার হোসেন খাঁনের মধ্যে বিরোধ চলছিল। সকালে আনোয়ার হোসেন খাঁন তার লোকজন নিয়ে মাছের জলাশয়টি দখলের চেষ্টা করলে খবর পেয়ে যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলুর লোকজন ঘটনাস্থলে এসে বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোতালেব হোসেন, বাবলু, মেহেরাজ উদ্দিন ও সহেলসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।