দিনাজপুরে আ’ লীগ প্রার্থীর কেন্দ্র দখল, ৮শ ব্যালট উদ্ধার, ভোট গ্রহণ স্থগিত, মামলা

রতন সিং, দিনাজপুর: কেন্দ্র দখল করে আওয়ামী লীগ প্রার্থীর একদল সমর্থকের ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মারার ঘটনায় উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সিল মারা ৮০০ ব্যালট। আওয়ামী লীগ প্রার্থীসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে মামলা করেছেন প্রিজাইডিং অফিসার।

শনিবার সকাল ৮টায় নির্বাচন শুরু হওয়ার ১৫ মিনিট পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজার সমর্থকরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মারলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তৌহিজউদ্দীন আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধাদান করেন। এ সময় কেন্দ্র দখলকারীরা পালিয়ে যায়। নৌকায় সিল মারা ৮০০ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। ওই কেন্দ্রের ভোট সকাল পৌনে ৯টায় স্থগিত ঘোষণা করা হয়। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, ৪ জুনের পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অগ্রণী ব্যাংকের কর্মকর্তা তৌহিজউদ্দীন আহমেদ বাদী হয়ে শনিবার বিকেলে পার্বতীপুর থানায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ রাজাসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
শনিবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ও পার্বতীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.