বিশ্বকবির ১৫৫তম জন্ম জয়ন্তীতে রবীন্দ্রসদনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম জয়ন্তীতে রবীন্দ্রসদনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেঘাটাস্থ রবীন্দ্রসদনে অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রশান্ত রায়।

Satkhira Picture 8-5-16-1
রবীন্দ্রসদনে সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোচনা করেন কৃষকনেতা বিশ্বজিৎ সাধু, ময়নুল ইসলাম, অধ্যাপক আসাদুল হক, এমদাদুল হক, ধিমান ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন। রাত্রে রবীন্দ্র সদনের বটমূলের উন্মুক্ত মঞ্চে রবীন্দ্রনাথের জনপ্রিয় গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিশু কিশোর কিশোরীদের সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়। আলোচকরা রবীন্দ্র দর্শন থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজ গড়ার কাজে সবাইকে ব্রত নেয়ার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.