জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল বাজারে ৫নং কাঁচেরকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন জোয়াদ্দার মামুনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ বিদ্রোহী দলের সমর্থকরা। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে কাঁচেরকোল বাজারে আসার পথে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারম্যান প্রার্থী মামুন সাংবাদিককে বলেন, সকাল ১০টার দিকে তিনি নির্বাচনী কাজে কাঁচেরকোল বাজারে আসছিলেন। তিনি শৈলকুপার ডাকুয়া নদীর উপর পৌঁছালে কাঁচেরকোল গ্রামের মৃত কাবিল মিয়ার ছেলে আজিজুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, শৈলকুপার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।