জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী স্বাভাবিক জীবনে ফেরার জন্য অস্ত্র-গোলাবারুদসহ আত্মসমর্পণ করছেন। আজ রবিবার দুপুরে মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করার কথা এই দস্যু বাহিনীর। এ সময় বাহিনী প্রধান মোস্তফা শেখসহ তার সাত সহযোগী ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৪ হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে জমা দিবেন।
ইতিমধ্যে দস্যুদের আত্মসমর্পণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে র্যাব-৮। দস্যুদের আত্মসমর্পণের ঘটনায় দুপুরে হেলিকপ্টারে করে মংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। দস্যুরা আত্মসমর্পণ করার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালক সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছে র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্ণেল ফরিদুল আলম।
আত্মসমর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে মাস্টার বাহিনীর সদস্যরা এখন অস্ত্র-গুলিসহ সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় র্যাব-৮ এর হেফাজতে রয়েছেন। কিছুক্ষণ পর তারা মংলার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছে র্যাব।