রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপির উদ্যোগে ৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা।

এসব কর্মসূচির মধ্যে ছিলো- সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল।
সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা বাজারে বাদ আছর মিলাদ মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেল বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, সাংঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিকসন, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, লিয়াকত আলী তালুকদার, বিএনপি নেতা আবুল বাশার সিকদার, নিজাম শরীফ, মহসীন সিকদার প্রমুখ।