সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে মিলনায়তনে শনিবার সকালে দুই দিনব্যাপী গবেষণা-সম্প্রসারণ কর্মশালা ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। বিএসআরআই-এর মহাপরিচালক ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মইনউদ্দিন আবদুল্লাহ।

ishwardi-4,6,16-2
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান নাসিরুজ্জামান, বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান।  বক্তব্য রাখেন বিএসআরআই এর পরিচালক ড. আমজাদ হোসেন, ড. এ এস এম আমানুল্লাহ এবং কৃষক বিএম শাহিনুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসআরআই এর প্রকল্প পরিচালক ড. সমজিৎ পাল।

সভায় সচিব মোহাম্মদ মইনউদ্দিন আবদুল্লাহ চিনি শিল্পের বিকাশে বিএসআরআই-এ কর্মরত বিজ্ঞানীদের মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর আহবান জানান। এ ছাড়া নিয়মিত জার্নাল প্রকাশের জন্য তিনি গুরুত্বারোপ করেন। দুই দিনের কর্মশালায় দেশে আট লাখ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধরিত হবে বলে তিনি আশা পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.