শেরপুরে শেষ হলো গণসঙ্গীত উৎসব

হাকিম বাবুল, শেরপুর: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বৃহত্তর ময়নসিংহ জেলা গণসঙ্গীত উৎসব’ শনিবার রাতে শেষ হয়েছে। সমাপনী দিনে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, পাতাবাহার খেলাঘর আসর, জামালপুরের রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কিশোরগঞ্জের নরসুন্দা সঙ্গীত পরিষদ ও উদীচী কেন্দ্রীয় সংসদসহ একক সঙ্গীত পরিবেশন করেন ফকির সিরাজ ও আরিফ রহমান। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক দলের হাতে প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উৎসবের শুভেচ্ছা স্মারক তুলে দেন।

Gonosongit Utshob Ends--1
দু’দিনব্যাপী গণসঙ্গীত উৎসবের সমাপনীতে গণসঙ্গীত পরিবেশন করেন ঢাকা উদীচীর শিল্পীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ এ গণসঙ্গীত উৎসবের আয়োজন করে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস শুক্রবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ছাড়াও প্রথম দিন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন সাংস্কৃতিক দল গণসঙ্গীত পরিবেশন করেন। উৎসবের মুল শ্লোগান ছিলো ‘ছিড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’।

এ গণসঙ্গীত উৎসব শেরপুরের সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষুদে, নবীন-প্রবীণ সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের পদচারণায় মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ। বিভিন্ন দলের পরিবেশনা মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতাদের বিমোহিত করেছে।

আয়োজক সংগঠনের সমন্বয়কারী খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ জানান, তৃণমূল পর্যন্ত সাংস্কৃতিক চর্চার বিস্তৃতি ঘটাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় দেশের বৃহত্তম ১৯ জেলায় এ গণসংঙ্গীত উৎসব হচ্ছে। তন্মধ্যে বৃহত্তর ময়মনসিংহ জেলার উৎসবটি এবার শেরপুরে অনুষ্ঠিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.