জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): বনজ সম্পদের সুরক্ষা ও বনকেন্দ্রিক অপরাধ দমনে সুন্দরবনে শুরু হয়েছে স্মার্ট পেট্রোলিং।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে শুক্রবার থেকে শুরু হওয়া স্মার্ট পেট্রোলিং চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্ট্রেংদেনিং রিজিওনাল কোঅপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন’ প্রকল্পের আওতায় শুক্রবার থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর বন পাহারায় প্রবেশ করলো বন বিভাগ। এর মধ্য দিয়ে সুন্দরবনের সব ধরনের অপরাধ দমন ও রয়েল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণী এবং বনজসম্পদ রক্ষা করা সহজ হবে।
সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের প্রতিটিতেই তিনটি করে স্মার্ট পেট্রোলিং দলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে সাতজন কর্মকর্তা ও নয়জন বনরক্ষী রয়েছে। প্রথম দুটি দল পালাক্রমে ১৫ দিন করে সুন্দরবনের প্রতিটি রেঞ্জ জুড়ে অভিযান চালাবে। তৃতীয় দলটি স্টাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকছে বিশেষ অভিযান পরিচালনার জন্য। প্রতিটি দলের সাথে রয়েছে দুটি করে লঞ্চ, একটি স্পিডবোট, একটি ফাইবার বডি ট্রলারসহ বিশেষ প্রয়োজনে থাকছে একটি করে কেবিন ক্রুজার।
স্মার্ট পেট্রোলিং গ্রুপের সদস্যরা জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন তাদের টহল এলাকার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন এবং পরে তা কম্পিউটারে এন্ট্রি করা হবে। সেই অনুযায়ী অপরাধপ্রবণ এলাকা, অপরাধী ও অপরাধের ধরন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।