হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণে হাজী রুস্তম আলী নামে এক কৃষক নিহত ও তার ছেলে নিয়ামত আলী গুরুতর আহত হয়েছে। বুধবার ভোর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত ছেলেকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন যাবত সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালাচ্ছিল। মঙ্গলবার রাতেও বন্যহাতি গুরুচরণ দুধনই গ্রামের লোকালয়ে নেমে এলে স্থানীয় লোকজন মশাল জ্বালিয়ে, চিৎকার চেঁচামেচি ও পটকা ফুটিয়ে শব্দ করে সনাতন পদ্ধতিতে হাতি তাড়াতে থাকে। বুধবার ভোরে হাতি তাড়িয়ে সেহরি খাওয়ার প্রস্তুতির সময় ২০/২৫টি বন্যহাতির একটি দল হাজী রুস্তম আলীর বাড়িতে হামলা চালায়। এসময় দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে হাজী রুস্তম আলী ঘটনাস্থলেই নিহত হয় এবং তার ছেলে নিয়ামত আলী গুরুতর আহত হয়।