রেজাউল করিম, শেরপুর: পবিত্র রমাজান উপলক্ষ্যে এলাকাবাসী ও এতিমদের জন্য শেরপুরের শ্রীবরদী উপজেলার শংকরঘোষ রাহমানিয়া এতিমখানা মাঠে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শংকরঘোষ রাহমানিয়া এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ অমিনুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালি, আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন সালেম, আমিরুল ইসলাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ এতিশখানার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সহাস্রাধিক লোক।