ঈদ বোনাস বেতনসহ বস্ত্র পেলেন বাগেরহাট সদর হাসপাতালের অতিরিক্ত কর্মচারীরা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর হাসপাতালে মাস্টাররোলে কর্মরত ২০ কর্মচারী অবশেষে ঈদের বোনাস ও বেতন পেয়েছেন। সোমবার বাগেরহাট জেলা স্বাস্থ্য কমিটির সভাপতি আলহাজ্জ্ব এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যা ও সিভিল সার্জন ডা: অরুন কুমার মন্ডলের উদ্যোগে তাদের বেতন-বোনাস সমস্যার সমাধান হয়। এমপি ও মেয়রের যৌথ সহযোগিতায় তাদের প্রত্যেককে বেতনসহ বোনাস প্রদান করা হয়। এরপর পুলিশ সুপারের সহযোগিতায় গরিব ৩৭ কর্মচারীকে শাড়ি কাপড়, পাঞ্জাবি ও লুঙ্গী দেওয়া হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: শাহ্ আলম টুকু, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা: আব্দুল মতিন আকন, ক্যাবের সভাপতি বাবুল সরদার প্রমুখ।

ঈদের বোনাস, বেতন ও নতুন বস্ত্র পেয়ে কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় মেয়র খান হাবিবুর রহমান গরিব এসব কর্মচারীদের বেতন আগামী মাস থেকে বৃদ্ধির ঘোষণা দেন।

বাগেরহাট পৌরসভার অধীনে মাস্টাররোলে কর্মরত এ সকল কর্মচারী এবারই প্রথম এমপির সৌজন্যে ঈদ বোনাস পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.