রেজাউল করিম, শেরপুর: শেরপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ-দেবের-সুভদ্রা দেবীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিউমার্কেটের পাশে ইসকন সেবা সংঘের উদ্যোগে আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় রথ যাত্রা। জগন্নাথ দেবের মূর্তি নিয়ে সুসজ্জিত রথে করে হাজার-হাজার ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে।
রথ যাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আয়োজক কমিটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।