ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ

রবিউল হাসান রবিন, ভান্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে রোববার কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) উপজেলা আহ্বায়ক, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মো. মনিরুল হক মনি জোমাদ্দার।

Bhandaria PIC= 10-07-2016. (3)
অধ্যক্ষসহ অতিথিতিরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।

এ উপলক্ষে আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) উপজেলা যুগ্ম আহবায়ক, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মো. আলতাফ হোসেন, শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক কিরণচন্দ্র বসু, মো. হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, কলেজের উপাধ্যক্ষ মো. আবুজাফর , সহকারী অধ্যাপক মোসাম্মৎ খায়রুন্নাহার রুবী, মো. জাকির হোসেন, আবু হানিফ জোমাদ্দার, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মো.মুরাদ হোসেন জাহিদ, মো.নুরুল হক, মো. ওসমান গনি, মো. ওমর ফারুক ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লামিয়া আক্তার প্রমুখ।

Bhandaria PIC= 10-07-2016. (2)
নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিতদের একাংশ।

সভায় প্রধান অতিথি মো. মনিরুল মনি জোমাদ্দার নবাগতদের উদ্দেশে বলেন, অস্বচ্ছল মেধাবীদের ঝরে পড়ার হাত হতে রক্ষার জন্য এবং নারী শিক্ষার  অগ্রগতির কথা চিন্তা করে ১৯৮৯ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করেন সাবেক যোগাযোগমন্ত্রী এবং বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তখন ১২৬ জন শিক্ষার্থী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে। এখন একাদশ শ্রেণিতেই তিনশ শিক্ষার্থী ভর্তি হয়েছে। শুধু তাই নয়, এ কলেজ থেকে পাশ করে অনেকে উচ্চশিক্ষা শেষ করে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী দেশ-বিদেশে চাকরি করছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। অতিথি ও কলেজের নবাগত শিক্ষার্থীরা অধ্যক্ষসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে। আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.