অস্ত্র-গুলিসহ সুন্দরবনের আরও ৭ বনদস্যু আত্মসমর্পণ করছে

জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): সরকারের কাছে সাধারণ ক্ষমা চেয়ে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান সুন্দরবনের বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনীর সদস্যরা। আগামী শুক্রবার সকালে মংলা বন্দরের বিএফডিসি জেটিতে বাহিনী প্রধান ইলিয়াছ ও মজনু তাদের সাত সহযোগীকে নিয়ে অস্ত্র-সস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম।

এর আগে গত ৩১ মে ৫২টি দেশি-বিদেশি অস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেন সুন্দরবনে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ দস্যু।

দস্যুদের আত্মসমর্পণ ও স্বাভাবিক জীবনে ফিরেয়ে আনার জন্য কয়েক বছর ধরে কাজ করে চলেছেন ঢাকার সাংবাদিক মোহসীন উল হাকিম ও মোংলার নিজাম উদ্দিন। তাদের আহ্বানে সাড়া দিয়েই দস্যুরা স্বাবাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন।

লে. কর্নেল ফরিদুল আলম জানান, সুন্দরবনের বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ইতিমধ্যে তারা তাদের অস্ত্র-গোলাবারুদ র‌্যাবের কাছে জমা দিয়ে র‌্যাবের হেফাজতে রয়েছেন।

বুধবার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালকের উপস্থিতিতে এই দস্যুদের আত্মসমর্পণের কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। আগামী শুক্রবার পূর্বঘোষিত স্থানেই ইলিয়াছ ও মজনু বাহিনীর সদস্যরা ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.