হাকিম বাবুল, শেরপুর: ‘ক্রিকেট ফর ডিসিপ্লিন, প্লে ক্রিকেট’-স্লোগান নিয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ উৎসবে দিনভর ছিল ক্ষুদে ক্রিকেটারদের আনন্দ-উচ্ছ্বাস। ১৫ জুলাই শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এ ক্রিকেট উৎসবের আয়োজন করে।
অনূর্ধ্ব-১২ বছর বয়সী শিশুদের মাঝে ক্রিকেট খেলার আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এ ক্রিকেট উৎসবের আয়োজন বলে জানান উৎসবে হাজির হওয়া বিসিবি’র গেইম ডেভেলপমেন্ট অপারেশন্স ম্যানেজার এ ই এম কাওছার, এসিসট্যান্ট ম্যানেজার বুলবুল বাশার ও জাতীয় বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক এহসানুল হক সেজান। তারা জানান, দেশের ৬৪ জেলাতেই এ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে।
সকালে এ ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। ৪৫ জন ক্ষুদে খেলোয়াড় পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নামে চারটি দলে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলায় অংশ নেয়। নির্ধারিত ১২ ওভার করে প্রতি ইনিংসে এই চারটি দলের আটজন করে খেলোয়াড় মাঠে নামে। এক জোড়া ব্যাটসম্যান তিন ওভার করে খেলার পর নতুন দুই ব্যাটসম্যান মাঠে নামে। প্রত্যেক ইনিংসে একেকটি আউটের জন্য ব্যাটিং পক্ষে ২ রান করে কাটা যায় এবং ওয়াইড ও নো বলের জন্যে ২ রান করে যোগ হলেও নতুন করে বল করা হয় না। এভাবেই এগিয়ে যায় খেলা। ক্ষুদে ক্রিকেটাররা খেলাগুলো দারুণভাবে উপভোগ করে।
বিকেলে অংশগ্রহণকারী ক্রিকেটাদের মধ্যে সনদপত্র ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। ক্রিকেটারদের মধ্যে এসএম সিয়ামুল ইসলাম সেরা ব্যাটসম্যান, রিপন মিয়া সেরা বোলার ও সজিব ভূইয়াকে সেরা ফিল্ডার হিসেবে জাতীয় ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত মেডেল পুরস্কার দেওয়া হয়।