নাচোলে মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের  নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডলের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

NACHOLE 19-7-16
নাচোলে মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে মৎস্য অফিসের সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল মৎস্য চাষ বিষয়ে মৎস্যচাষি, মৎস্যজীবী সমিতি ও উপজেলার সফল মৎস্যচাষিদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে মৎস্য রফতানি, মৎস্য চাষাবাদের উপর প্রশিক্ষণ, উপজেলায় বেকার যুবকদের মৎস্য চাষাবাদের উপর সাবলম্বী করাসহ সার্বিক পরিস্থিতি এ সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.