জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরে আইরিন অভিযানে ঘোষণা বহির্ভূতভাবে আমদানি করা দুই কন্টেইনার পণ্য আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। চলমান আইরিন অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শুল্ক গোয়েন্দার অতিরিক্তি মহাপরিচালক খালেদ মাহমুদ আবু হোসেন বন্দর জেটি ও ইয়ার্ডে থাকা বেশ কয়েকটি কন্টেইনার খুলে তাতে থাকা মালামাল পরীক্ষা-নিরীক্ষা করেন।
এ সময় নোয়াখালীর প্রাইম হসপিটাল লি: ও ঢাকার মিম ট্রেডার্সের ঘোষণা বহির্ভূতভাবে আমদানি করা পৃথক দুইটি কন্টেইনারে থাকা সিরিঞ্জ, মাসর্ক, মশার কয়েল, স্প্রে, পাউডার আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে আটক পণ্যের সঠিক পরিমাণ ও মূল্য জানাতে পারেনি অভিযানকারীরা।
পণ্যের কায়িক পরীক্ষা শেষ মালের সঠিক পরিমাণ ও দাম নির্ধারণ করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দার অতিরিক্তি মহাপরিচালক খালেদ মাহমুদ আবু হোসেন বলেন, এ প্রতিষ্ঠান দুটি মেয়াদ উত্তীর্ণ এবং কম দাম দেখিয়ে বেশি দামের ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করেছে। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার থেকে শুরু হওয়া এ অভিযান শনিবার শেষ হবে। বৃহস্পতিবারের বিশেষ এই আইরিন অভিযানে খুলনা শুল্ক গোয়েন্দার উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও মোংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেনসহ শুল্ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার দুপুরে বন্দরে আইরিন অভিযান পরিচালনা করেন খুলনা শুল্ক গোয়েন্দার উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন।